100
কলকাতার আইআইএম জোকা ক্যাম্পাসে চাঞ্চল্যকর অভিযোগ। পড়ুয়ার অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে তাঁকে ডেকে নিয়ে গিয়ে বয়েজ হস্টেলে ধর্ষণ করা হয়। ওই ঘটনার ভিত্তিতে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিতার দাবি, বয়েজ হস্টেলে নিয়ে গিয়ে তাঁকে পানীয় ও খাবার দেওয়া হয়। সেগুলি খাওয়ার পর অচেতন হয়ে পড়েন তিনি। জ্ঞান ফিরে দেখেন, হস্টেলের ঘরে পড়ে আছেন। অভিযোগ, তাঁকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখারও চেষ্টা করা হয়।
শুক্রবার রাতে অভিযোগ দায়েরের পরই তদন্তে নামে পুলিশ। এক ছাত্রকে আটক করা হলেও, তিনি মূল অভিযুক্ত কি না, তা স্পষ্ট নয়। তদন্ত চলছে। আইআইএম জোকা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।