কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি এ বার সোশ্যাল মিডিয়ায়। বাক-স্বাধীনতার সুযোগ নিয়ে এ বার মমতাকেও ইন্দিরা গান্ধীর মতো খুনের প্রকাশ্য হুমকি!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কীর্তি শর্মা। তিনি বি’কম দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পোস্টে লেখা হয়েছে, ইন্দিরা গান্ধীর যে পরিণতি হয়েছিল, সেইরকম পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায়েরও করতে হবে। মারাত্মক এই পোস্টের পর শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে দেশব্যাপী শুরু হয়েছে আন্দোলন। এই ঘটনাতেই সোশাল মিডিয়ায় ওই পড়ুয়া পোস্ট করেন, ‘ইন্দিরা গান্ধীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করুন। আপনি যদি এটি করতে না পারেন তবে আমি হতাশ করব না।’
বিষয়টি শোরগোল শুরু হতেই তদন্তে নামে কলকাতা পুলিশ। এর পর সোমবার অভিযুক্তকে গ্রেফতার করে তালতলা থানার পুলিশ। তবে সোশ্যাল মিডিয়ায় এভাবে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি ও উসকানি দেওয়ায় হতভম্ব সকলে। এও সম্ভব!