প্রথম পাতা খবর মিড ডে মিলের লাইন দাঁড়িয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার, শিক্ষকদের মারধরের অভিযোগ

মিড ডে মিলের লাইন দাঁড়িয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার, শিক্ষকদের মারধরের অভিযোগ

218 views
A+A-
Reset

দক্ষিণ দিনাজপুর : মিড ডে মিলের লাইনে দাঁড়িয়ে ছাত্রের মৃত্যু। মৃত নাবালক ছাত্র ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। আর সেই ঘটনাকে ঘিরে উত্তাল কুশমণ্ডি। দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডী ব্লকের কচড়া উচ্চ বিদ্যালয়ে।

স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনার পরে ক্ষুব্ধ জনতা স্কুল শিক্ষকদের উপরেও ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। প্রধান শিক্ষককেও মারধর করার অভিযোগ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রধান শিক্ষক জানান, দুপুর দেড়টা নাগাদ পড়ুয়ারা খাবারের লাইনে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরেই বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে অভিভাবকরা কিছুক্ষণ পরেই এসেছিলেন। ছাত্রের মাথায় জল দেওয়া হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

অভিযোগ, অসুস্থ হওয়ার পরও ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নি। যার জন্যই ওই ছাত্রের মৃত্যু হয়। তারপরেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ফেটে পড়েন মৃতের পরিবার ও গ্রামবাসীরা। শিক্ষকদের স্কুলে আটকে রেখে চলে বিক্ষোভ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.