ডেস্ক: কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পর থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে। আজ মঙ্গলবার চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই আনাস্থা আনা হয়। এদিন ব্যাঙ্কের মোট ১৮ ডিরেক্টরের মধ্যে ১০ জন আজ ওই অনাস্থা ভোটাভুটিতে হাজির হন। অস্থায়ী ভাবে দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে ওই পদে ছিলেন তিনি। একাধিকবার ওই পদ থেকে সরে যাওয়ার কথা জানানো হলেও কাজ্রত কর্ণপাত করেননি শুভেন্দু। শেষমেশ অনাস্থা এনে তাঁকে সরিয়ে দেওয়া হল।
জানা যাচ্ছে, খুব শীঘ্রই কাঁথি সমবায় ব্যাঙ্কে অডিটের নির্দেশ দিতে পারেন তিনি। তবে আইনি বিষয়টি দেখেই হয়তো এই নির্দেশ দিতে পারেন তিনি। তবে গিত কয়েকদিন আগেও সমবায় ব্যাঙ্কগুলির অডিট করানোর কথা বলেছেন মমতা বন্দ্যোপাধায়। তাঁর কথায়, সরকার তো অডিট করতেই পারে। কার্যত নাম না করে অধিকারী পরিবারকেই দায়ি করেছেন মমতা।
আরও পড়ুন: কাবুলে হাইজ্যাক ইউক্রেনের বিমান ! উড়িয়ে নিয়ে যাওয়া হল ইরানে
অভিযোগ, মামলা করে গত ৪ মাস ধরে ব্যাঙ্কের কাজকর্ম আটকে রেখেছেন শুভেন্দু। আজ দুপুর বারোটার পর ওই অনাস্থা প্রস্তাব পাস হয়। তারপর জরুরি বৈঠকে ডেকে শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যানের পদ থেকে সরানের কথা ঘোষণা করেন ব্য়াঙ্কের অন্যতম ডিরেক্টর আলেম আলি খান। তাঁর দাবি, গত চার মাস ধরে ব্যাঙ্কের পদ আঁকড়ে থেকে ব্যাঙ্কের ক্ষতি করছিলেন শুভেন্দু। এতে ব্যাঙ্কের গ্রাহকদের বিভিন্ন কাজ-সহ লোন দেওয়ার কাজও আটকে ছিল।