প্রথম পাতা খবর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বেকায়দায় শুভেন্দু

নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বেকায়দায় শুভেন্দু

250 views
A+A-
Reset

রাজ্যে খুন ও ধর্ষণের ঘটনা নিয়ে বরাবরই সরব বিজেপি। যেখানেই যা ঘটনা ঘটছে সেখানেই পৌঁছে যাচ্ছেন বিজেপি নেতারা। তবে এবার বাঁকুড়ার তালডাংরায় এক নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বেকায়দায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার বাঁকুড়ার তালডাংরা থানার শিমুলডাঙ্গা গ্রামে বাঁকুড়ার একাধিক বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে নির্যাতিতার বাড়িতে যান শুভেন্দু।সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তবে এখানে এসে যথেষ্ট বিব্রত হলেন বিজেপি নেতৃত্ব। কারণ, নির্যাতিতার পরিবার শুভেন্দু-সহ বিজেপি নেতাদের সরাসরি বলেন, ‘আমাদের নিয়ে কোনো রাজনীতি করার দরকার নেই। পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে’।

স্থানীয় বিজেপি নেতারা ওই পরিবারকে বোঝানোর চেষ্টা করলেও বরফ গলেনি। ওই পরিবারের সদস্যরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন পুলিশ প্রশাসনের ওপর তাঁদের যথেষ্ট ভরসা রয়েছে। এরপরই শুভেন্দু অধিকারী ওই নির্যাতিতার বাড়ি ছাড়েন।

পরে শুভেন্দু দাবি করেন, পুলিশ অনেক কারসাজি করেছে। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এসে এমন পরিবেশ তৈরী করেছে যাতে মনের কথা প্রকাশ না পায়। তাঁর দাবি পুলিশ প্রশাসনের অকর্মন্যতার জন্যে এমন ঘটনা বারবার ঘটছে। যদিও তালডাংরায় নির্যাতিতার পরিবারের সামনে বিব্রত হয়ে যথেষ্ট বেকায়দায় পড়ে গিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.