কলকাতা: নিয়োগ দুর্নীতির মামলায় ইডি দায়ের করা অভিযোগ থেকে জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। শুক্রবার কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। যদিও সিবিআই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করার জন্য আদালতে আবেদন করেছে, তা এখনও কার্যকর হয়নি। ফলে ইডির মামলা থেকে জামিন পাওয়ার পর এবার জেলমুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের।
হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনটি শর্তে সুজয়কৃষ্ণ ভদ্রকে জামিন মঞ্জুর করেছেন। শর্তগুলো হল: মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য বা প্রমাণ নষ্ট করা যাবে না, সাক্ষীদের প্রভাবিত করা যাবে না এবং পাসপোর্ট জমা রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যাওয়া যাবে না। এমনকি নিম্ন আদালতের আওতাধীন এলাকা ছাড়াও যেতে পারবেন না।
গ্রেফতার হওয়ার পর থেকেই সুজয়কৃষ্ণ ভদ্র একাধিক বার অসুস্থতার অভিযোগ জানিয়েছেন। জেল হেফাজতে থাকাকালীন তাঁর হার্টের অপারেশন হয় এবং দীর্ঘ সময় এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থতার ভিত্তিতে একাধিকবার জামিনের আবেদন জানালেও সেগুলি প্রত্যাখ্যান করা হয়।
এদিকে, আরেকটি মামলায় সিবিআই সম্প্রতি সুজয়কৃষ্ণ ভদ্রকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তবে শুক্রবার ইডির মামলায় জামিন পাওয়ায় এই মামলায় তাঁর জেল থেকে মুক্তির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
এখন দেখার বিষয়, সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কী হয় এবং জামিন পাওয়ার পর ‘কালীঘাটের কাকু’-র আইনি লড়াই কোন পথে এগোয়।