প্রথম পাতা খবর বিধ্বংসী অগ্নিকাণ্ড লেকটাউনের মিনি জয়া সিনেমা হলে, ঘটনার স্থলে দমকলের ১৫টি ইঞ্জিন, উপস্থিত সুজিত বসু

বিধ্বংসী অগ্নিকাণ্ড লেকটাউনের মিনি জয়া সিনেমা হলে, ঘটনার স্থলে দমকলের ১৫টি ইঞ্জিন, উপস্থিত সুজিত বসু

354 views
A+A-
Reset

ডেস্ক: শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন লাগল লেকটাউনের মিনি জয়া সিনেমা হলে।  শুক্রবার রাতে ৯ টা ১৫ নাগাদ এই আগুন লাগে বলে খবর। বর্তমানে ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আপাতত আগুন পুরোপুরি অনিয়ন্ত্রিত। সিনেমা হলের ৪ তলায় এই আগুন লেগেছে বলে জানা গিয়েছে। আগুনের তীব্রতা এতটাই যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিপাকে পড়েছেন দমকলকর্মীরা। দু’জন আহত হয়েছেন বলে খবর।


যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, রাত ১১ টা নাগাদ আগুন প্রায় অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তাও কোথাও কোথাও আগুন রয়েছে কি না সেই বিষয়টি নিশ্চিত হতে চাইছেন দমকলকর্মীরা।
আগুনের উৎসস্থলে পৌঁছনর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্টিকের কারণে এই আগুন লেগে থাকতে পারে। গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

সিনেমা হলের এক কর্মী জানিয়েছেন, ভবনের চার তলায় প্রথম আগুন দেখা দেয়। সেখানে একটি ঘরে থাকেন হলের নিরাপত্তারক্ষী ও তাঁর স্ত্রী। আগুনে আহত হয়েছেন নিরাপত্তারক্ষীর স্ত্রী। এছাড়া আরও একজন আগুনে দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

আরও পড়ুন:  ‘স্বচ্ছতার সঙ্গে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করুন’, উচ্চ প্রাথমিক মামলায় নির্দেশ হাইকোর্টের


দমকলমন্ত্রী সুজিত বসু খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন৷ তিনি জানিয়েছেন, মোট ১৫টি ইঞ্জিনকে আগুন নেভানোর কাজে ডাকা হয়েছে৷ যে এলাকায় আগুন লেগেছে সেটি দমকলমন্ত্রীর নিজের বিধানসভা এলাকার মধ্যেই পড়ে৷ সুজিত বাবু জানিয়েছেন, বন্ধ সিনেমা হলের ভিতরে রান্না করা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে তাঁর কাছে খবর রয়েছে৷ ফলে রান্না করতে গিয়েও আগুন লাগার আশঙ্কা রয়েছে৷

এই মুহূর্তে আগুনের লেলিহান শিখাও আর দেখা যাচ্ছে না। তবে পুরো সিনেমা হল চত্বর কালো ধোঁয়ার ভরে গিয়েছে। ক্ষতির পরিমাণ ঠিক কতটা সেই সম্পর্কে এখনও নিশ্চিত নয় সিনেমা হল কর্তৃপক্ষ। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.