প্রথম পাতা খবর গরমের ছুটি শেষ! কবে থেকে খুলবে স্কুল? পড়ুয়ারা যাবে কবে থেকে

গরমের ছুটি শেষ! কবে থেকে খুলবে স্কুল? পড়ুয়ারা যাবে কবে থেকে

269 views
A+A-
Reset

কলকাতা: আগের বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল খোলার কথা ছিল ৩ জুন। তবে সেই সূচি পরিবর্তিত হয়েছে। স্কুল শিক্ষা দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ জুন, সোমবার থেকে স্কুল খুলবে। তবে ওই দিন পড়ুয়াদের যেতে হবে না। তা হলে কবে থেকে স্কুলে যাবে পড়ুয়ারা?

সোমবার শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে যে ৪ জুন ভোটগণনা হয়ে গেলেও রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। সেই পরিস্থিতিতে স্কুলগুলিকে স্বাভাবিক ছন্দে ফিরে আনতে কিছুটা সময় লাগবে। সেজন্য ১০ জুন স্কুলগুলিতে পঠন-পাঠন শুরু করা হবে।

অর্থাৎ, ৩ জুন থেকে স্কুল খুললে ওই দিন শিক্ষক-শিক্ষিকাদের যেতে হবে। তবে পড়ুয়াদের যেতে হবে না। লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন স্কুলকে ভোটগ্রহণ কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছে। ফলে স্কুলগুলিতে পঠনপাঠনের উপযোগী করে তোলার কাজ করা হবে। সেই কাজ ৯ জুনের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। তারপরে ১০ জুন থেকে পড়ুয়ারা স্কুলে যেতে পারবে।

প্রসঙ্গত, চলতি বছরে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল। তাপপ্রবাহের কারণে তড়িঘড়ি স্কুল কলেজ সহ সরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই মতোই ২২ এপ্রিল থেকে পড়ে যায় গরমের ছুটি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.