458
কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবং ন্যায্য বিচারের দাবিতে রবিবার পথে নামলেন কলকাতার দুই প্রধানের সমর্থকরা। মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের এই বিক্ষোভে যোগ দিয়েছে মহমেডান স্পোর্টিংও। তারাও দুই প্রধানের এই বিক্ষোভকে সমর্থন করেছে।
এ দিনই হওয়ার কথা ছিল কলকাতা ডার্বি। ডুরান্ডে মুখোমুখি হত মোহন – ইস্ট। কিন্তু শনিবার সেই ম্যাচ বাতিল ঘোষণা হয়। এরপর এদিন অনেক ফুটবল সমর্থক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে জমায়েত হন। মিছিল এগিয়ে যেতে পুলিশের বাধার মুখে পড়ে।
তিন ঘণ্টার বেশি সময় ধরে যুবভারতী চত্বরে প্রতিবাদ চলে ফুটবলপ্রেমীদের। পুলিশের ধরপাকড়ও হয়েছে। তবে আন্দোলন চলতে থাকে। তিন প্রধান, ফুটবল সমর্থকদের একটাই স্লোগান জাস্টিস ফর আরজি কর।