নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের কিছু জায়গায় হিংসার ঘটনায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিতে দায়ের হওয়া মামলার শুনানি সুপ্রিম কোর্টে । সোমবার শুনানির সময় বিচারপতি মন্তব্য করেন যে, এমনিতেই তাঁদের বিরুদ্ধে ‘প্রশাসনিক ক্ষেত্রে ঢুকে পড়ার’ অভিযোগ উঠেছে। তাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে নির্দেশ দেবেন না।
শুনানি চলাকালীন বিচারপতি বি.আর. গবই স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘আপনারা কি চান আমরা রাষ্ট্রপতিকে লিখিত নির্দেশ দিই? এমনিতেই আমাদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ উঠছে। দয়া করে এমন আবেদনের পিছনে পড়বেন না।’’
সোমবার এই মামলার শুনানিতে আবেদনকারীর যুক্তি খারিজ করে দিয়ে বিচারপতি গবইয়ের বেঞ্চ রাষ্ট্রপতি শাসন নিয়ে কোনও নির্দেশ দিতে রাজি হয়নি।
প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যপাল ও রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে বেশ কিছু কড়া পর্যবেক্ষণ দিয়েছে। রাজ্যপাল বিল আটকে রাখলে রাষ্ট্রপতি যাতে অনির্দিষ্ট কালের জন্য ফেলে না রাখেন, সে বিষয়ে তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। সেই রায় ঘিরেই বিজেপির একাংশের সমালোচনা শুরু হয় সুপ্রিম কোর্টকে লক্ষ্য করে। এই প্রেক্ষিতেই সোমবারের শুনানিতে আদালতের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।