প্রথম পাতা খবর পুর নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ত্রিপুরা সরকারের উপর সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট, রিপোর্ট তলব

পুর নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ত্রিপুরা সরকারের উপর সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট, রিপোর্ট তলব

290 views
A+A-
Reset

ডেস্ক: পুর নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ত্রিপুরা সরকারের উপর সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। দেড় ঘণ্টার মধ্যে ত্রিপুরা সরকারকে জানাতে হবে কী কী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ত্রিপুরার পুরসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে।বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। বিপ্লব দেব (Biplab Deb) সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ঘাসফুল শিবির। শীর্ষ আদালতে পুরভোট পিছনোর আর্জি। নির্দেশ অমান্য করে হামলা চলছে বলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ।


শুনানিতে বিচারপতি ত্রিপুরা সরকারের কাছে কয়েকটি বিষয় জানতে চান। নির্বাচনের দিন, গণনার দিন এবং গোটা নির্বাচন প্রক্রিয়ায় নিরাপত্তার কী ব্যবস্থা করা হয়েছে, তা জানতে চান তিনি। নিরাপত্তার দায়িত্ব কার উপর রয়েছে, কত আধা সেনা এসেছে, আধা সেনার মোতায়েন কেমন হয়েছে, সংবেদনশীল এলাকা কী কী রয়েছে। সমস্ত বিষয়ে ত্রিপুরা সরকারের কাছে জানতে চান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.