প্রথম পাতা খবর ভোটার তালিকা সংশোধনে বেআইনি ধরা পড়লে পুরো প্রক্রিয়া বাতিল, SIR নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

ভোটার তালিকা সংশোধনে বেআইনি ধরা পড়লে পুরো প্রক্রিয়া বাতিল, SIR নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

223 views
A+A-
Reset

বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানায়, যদি এই প্রক্রিয়ায় কোনও বেআইনি পদ্ধতি ধরা পড়ে, তাহলে গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে। আদালত আরও জানায়, এই মামলার চূড়ান্ত রায় শুধু বিহারের জন্য নয়, দেশব্যাপী সব এসআইআর-এর ক্ষেত্রেই কার্যকর হবে।

এর আগে সুপ্রিম কোর্ট জানায়, এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে হবে। তবে এদিন সেই নির্দেশের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হলেও আদালত জানায়, এখনই নির্দেশ পরিবর্তন হচ্ছে না। বিচারপতিরা বলেন, আধার কখনওই নাগরিকত্বের প্রমাণ নয়, তবে ভোটার তালিকায় নাম তোলার জন্য পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ৭ অক্টোবর এই মামলার চূড়ান্ত শুনানি হবে। মামলাকারীদের তরফে অনুরোধ করা হয়েছিল, যাতে ১ অক্টোবর অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে শুনানি হয়। কিন্তু দশেরা ছুটির কারণে আদালত সেই অনুরোধ মানেনি। তবে আদালত জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেও সমস্যা নেই, কারণ বেআইনি প্রক্রিয়া ধরা পড়লে আদালত তখনও গোটা প্রক্রিয়া বাতিল করে দিতে পারে।

আবেদনকারীদের পক্ষের আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের দাবি, আধার শুধুই একটি পরিচয়পত্র, এটি নাগরিকত্ব, বয়স বা ঠিকানার প্রমাণ নয়। তাই এসআইআর-এর প্রক্রিয়ায় এটিকে গ্রহণ করা আইনের পরিপন্থী। তাঁর বক্তব্য, বিদেশিদের কাছেও আধার থাকতে পারে, ফলে ভোটার তালিকায় বিপর্যয় ঘটতে পারে। এ বিষয়ে বিচারপতি বাগচী বলেন, “বিপর্যয় হবে কি হবে না— সেটা কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে।”

এই মামলার রায় দেশব্যাপী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নতুন দিশা দেবে বলেই মনে করছেন আইনি বিশেষজ্ঞরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.