ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি প্রায় এক মাস পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পরবর্তী শুনানি সম্ভাব্যভাবে হবে আগামী ৯ সেপ্টেম্বর।
নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্য ইতিমধ্যেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নতুন মেধাতালিকা প্রকাশ সংক্রান্ত কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। পরিকল্পনা ছিল, নতুন ওবিসি বিজ্ঞপ্তি মামলার সঙ্গে এই আবেদনটিও একত্রে শোনা হবে। কিন্তু শুনানি পিছিয়ে যাওয়ায় আপাতত তা হচ্ছে না। ফলে বিচারপতি কৌশিক চন্দের দেওয়া নির্দেশ বহাল থাকছে, যেখানে জয়েন্ট এন্ট্রান্সের নতুন প্যানেল প্রকাশের জন্য ১৫ দিনের সময়সীমা নির্ধারিত হয়েছে।
আইনজীবী মহলের মতে, ওবিসি মামলার শুনানি দেরি হওয়ায় জয়েন্ট এন্ট্রান্স ইস্যু নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আলাদা ভাবে দ্রুত শুনানির আবেদন জানানো হতে পারে। এখন দেখার, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রাজ্য দ্রুত শুনানির ব্যবস্থা করতে পারে কি না।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই কলকাতা হাই কোর্টের ওবিসি শংসাপত্র-সংক্রান্ত নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মামলারই সোমবার শুনানি হওয়ার কথা ছিল, যা এ দিন পিছিয়ে গেল।