আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ঘোষণা হতে চলেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রায়। সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলার রায় দেবে।
গত বছর কলকাতা হাই কোর্ট ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল করেছিল, যার ফলে প্রায় ২৫,৭৫৩ চাকরিপ্রার্থী ক্ষতিগ্রস্ত হন। রাজ্য সরকার-সহ একাধিক পক্ষ সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায়।
শীর্ষ আদালতে মামলার শুনানি শেষ হয়েছিল ১০ ফেব্রুয়ারি। তবে রায় স্থগিত রেখেছিল আদালত। অবশেষে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, “যোগ্য-অযোগ্য নির্ধারণ করা কঠিন কাজ।”
এই রায় কী প্রভাব ফেলবে, বিশেষ করে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত হয়, সে দিকেই নজর সকলের।