প্রথম পাতা খবর ওবিসি সার্টিফিকেট মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি

ওবিসি সার্টিফিকেট মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি

149 views
A+A-
Reset

ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) শংসাপত্র নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। আজ, শনিবার দুপুর ১২টার পর মামলাটির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি হাই কোর্ট ২০১০ সালের পর যাঁরা ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাঁদের শংসাপত্রকে অবৈধ ঘোষণা করে। সেইসঙ্গে রাজ্য সরকারের তরফে জারি করা সমস্ত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতেও স্থগিতাদেশ দেওয়া হয়। হাই কোর্টের রায়ের ফলে বড় সংখ্যক ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

মামলার মূল যুক্তি ছিল, ২০১০ সালের পর ওবিসি তালিকা তৈরির ক্ষেত্রে যথাযথ সামাজিক ও আর্থিক সমীক্ষা করা হয়নি। মামলাকারীদের দাবি, জেলার নির্দিষ্ট কিছু পরিবারের তথ্যের ভিত্তিতে তালিকা প্রস্তুত হয়েছিল, যা সর্বজনীন নয়। আদালতও নির্দেশ দিয়েছিল, সমস্ত জনগোষ্ঠীর মধ্যে সমাজ, পেশা ও আর্থিক দিক খতিয়ে দেখে সমীক্ষা করতে হবে।

হাই কোর্টের রায়ের পরই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আজকের শুনানির উপর নির্ভর করছে অনেকের শিক্ষা ও কর্মজীবনের ভবিষ্যৎ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.