কলকাতা: ২১ জুলাই রাজ্যের সর্বত্র বেলা ১টায় গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলার মঞ্চে বক্তৃতা শুরু করবেন, তখন বিজেপি কর্মীরা রাজ্যের প্রতিটি থানায় মুখ্যমন্ত্রী ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন বলে জানান তিনি। কিন্তু, তৃণমূল কংগ্রেসের ‘শহিদ দিবস’ কর্মসূচির দিন ২১ জুলাই বিজেপির ওই ‘গণতন্ত্র হত্যা দিবস’ কার্যত ফ্লপ শো হিসেবেই প্রমাণিত হল।
রাজ্যের হাতে গোনা দুয়েকটা জায়গায় এই কর্মসূচি কোনো কোনো বিজেপি কর্মী পালন করলেও, অধিকাংশ জায়গাতেই তা পালিত হল না। বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গায় থানা ঘেরাওয়ের চেষ্টা দেখা গেলেও দলের কোনও প্রথম সারির নেতা, সাংসদ, বিধায়ককে কোনও কর্মসূচিতেই দেখা যায়নি।
উল্লেখযোগ্য ভাবে, স্বয়ং শুভেন্দুও কোথাও যাননি। তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে বিজেপির পক্ষে বিক্ষোভ কর্মসূচি হয়। সেখানে ফিরহাদের কুশপুত্তলিকা দাহ করা হয়। তবে সেখানে শুভেন্দু ছিলেন না।
বাস্তবে দেখা গেল, এই কর্মসূচিকে সে ভাবে গুরুত্ব দিল না বিজেপি। স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠল, তবে কি শুভেন্দুর ঘোষিত কর্মসূচি অসফল করল বিজেপিই!