কলকাতা: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ডিসেম্বর মাসের তিনটি তারিখের উল্লেখ করে শোরগোল ফেলে দিয়েছেন রাজ্য-রাজনীতিতে। ওই তিনদিন বড়ো কিছু ঘটবে বলে ইঙ্গিত দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। এ বার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা বললেন, ২ জানুয়ারি দিনটা খুবই গুরুত্বপূর্ণ।
কয়েক দিন ধরেই শুভেন্দু বলে চলেছেন, ‘‘১২, ১৪ ও ২১ ডিসেম্বর তারিখ তিনটিতে নজর রাখুন, নিশ্চয়ই কিছু ঘটবে। ওয়েট অ্যান্ড ওয়াচ।’’
শনিবার টুইটারে কুণাল ঘোষ লেখেন, ‘ট্রেনি জ্যোতিষি বেশ কিছু তারিখের কথা বলেছেন। এবার আমিও তারিখ, সময়ের উল্লেখ করছি। নাম করা একজন জ্যোতিষির কাছ থেকে আমি এই তথ্য পেয়েছি। তিনি বলেছেন, ডিসেম্বরে উল্লেখযোগ্য তেমন কোনও তারিখই নেই। তবে বিয়ের তারিখ আছে। তবে ২ জানুয়ারি দিনটা খুবই গুরুত্বপূর্ণ। ০২.০১.২০২৩, বেলা ১২টা।’
উল্লেখ্য, ১২ ডিসেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে করা আবেদনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানির কথা। ওই দিনই আবার হাজরায় সভা করবেন শুভেন্দু। ১৪ ডিসেম্বর দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি। ২১ ডিসেম্বর আবার কাথিঁতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করে যাওয়ার মাঠে সভা করার কথা শুভেন্দুর। তবে ২ জানুয়ারি কী ঘটতে চলেছে, সে বিষয়ে আগাম ইঙ্গিত দেননি কুণাল।