প্রথম পাতা খবর কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর

কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর

231 views
A+A-
Reset

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে বিনীত গোয়েলের ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ ও ‘পুলিশ পদক’ ফেরত নেওয়ার দাবি জানালেন বৃহস্পতিবার।

শুভেন্দু অধিকারীর চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, আইপিএস আধিকারিক হিসেবে বিনীত গোয়েল ২০১৩ এবং ২০২৩ সালে পুলিশ পদক পান। তাঁর দক্ষতা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হয়েছিল। তবে, শুভেন্দুর মতে, আরজি কর কাণ্ডে তাঁর বর্তমান ভূমিকা পুলিশের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং তিনি ওই পদকের যোগ্যতা হারিয়েছেন। আইনের নির্দিষ্ট ধারা উল্লেখ করে শুভেন্দু দাবি করেছেন যে, ‘‘পদকের প্রাপক যদি অসততার অভিযোগে দোষী প্রমাণিত হন বা কাজের ক্ষেত্রে কাপুরুষতার পরিচয় দেন, তবে পদক প্রত্যাহার করা যেতে পারে।’’

গত কয়েকদিন ধরে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু। তিনি অভিযোগ করেছেন যে, পুলিশের ভূমিকা নিয়ে গোয়েল যথাযথ পদক্ষেপ নেননি, যা একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পুলিশ কমিশনারের পক্ষে অগ্রহণযোগ্য। তাই শুভেন্দু চিঠিতে স্পষ্টভাবে বলেছেন, বিনীত গোয়েলের থেকে জোড়া পুলিশ পদক ফিরিয়ে নেওয়া হোক।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে শুভেন্দুর এই দাবি নস্যাৎ করে বলা হয়েছে যে, শুভেন্দুর এসব বলা মানায় না। তৃণমূলের নেতাদের অভিযোগ, বিরোধী দলনেতার আগে নিজ দলের বিতর্কিত ঘটনাগুলো দেখা উচিত। বিশেষ করে, বিজেপি সরকার যে ব্রিজভূষণ সিং এবং বিলকিস বানো মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিয়ে সৌজন্য দেখিয়েছে, সেইসব বিষয়ের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে তারা।

এই চিঠির মাধ্যমে বিরোধী দলনেতার পদক্ষেপে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এই চিঠি প্রসঙ্গে কী পদক্ষেপ নেয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.