প্রথম পাতা খবর নন্দীগ্রামের গণনা মামলায় কলকাতা হাইকোর্টে আরজি দাখিল শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রামের গণনা মামলায় কলকাতা হাইকোর্টে আরজি দাখিল শুভেন্দু অধিকারীর

279 views
A+A-
Reset

ডেস্ক: নন্দীগ্রামের ভোট গণনা মামলা পিছনোর আরজি জানালেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সময় চেয়েই কলকাতা হাইকোর্টে আরজি দাখিল করলেন রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবী।

হাইকোর্টের কাছে আবেদনে শুভেন্দু জানিয়েছেন, এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের শুনানি পিছনো হোক। এ দিন দুপুরেই এই মামলার শুনানি রয়েছে বিচারপতি শম্পা সরকারের এজলাসে। ধারণা করা হচ্ছে, শুভেন্দুর এই আবেদনের ভিত্তিতে বিরোধীপক্ষ কী বলে অথবা হাইকোর্টের কী বক্তব্য বা পর্যবেক্ষণ তা এ দিনই স্পষ্ট হয়ে যেতে পারে।

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা ভোটে তৃণমূলের তরফে তিনিই প্রার্থী হয়েছিলেন নন্দীগ্রামে। গত জুন মাসে হাইকোর্টে মামলাটি প্রথম ওঠে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। তবে বিচারপতির রাজনৈতিক যোগাযোগ নিয়ে আপত্তি তোলেন মুখ্যমন্ত্রী। নাটকীয় ভাবে পাঁচ লক্ষ টাকা জরিমানা করে মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি চন্দ। পরের মাসে মামলাটি যায় বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। কিন্তু এই মামলায় বেঞ্চ বদল হওয়ায় বেঁকে বসেন শুভেন্দু। তাঁর দাবি, ওই মামলার বেঞ্চবদল ঘটায় সুবিচার তিনি পাবেন বলে আশা করছেন না।

এর পরই নন্দীগ্রামের বিধায়কের পক্ষে প্রবীণ আইনজীবী মনিন্দর সিং নন্দীগ্রাম ভোট গণনা মামলাটি পশ্চিমবঙ্গের বাইরে স্থানান্তরিত করার আরজি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমন্না, বিচারপতি এ এস বোপন্না এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে।

সোমবার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এই মামলাগুলোর শুনানি হওয়ার জল্পনার মধ্যেই এ দিন সকালে হাইকোর্টের কাছে ওই মামলার শুনানি পিছোনোর আবেদন জানালেন শুভেন্দু।

আরও পড়ুন: ভরদুপুরেও রোদের দেখা নেই, শীতের অনুভূতির মধ্যেই দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

আইনজীবীদের একাংশের মতে, যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটি উঠছে, সে কারণে হয়তো হাইকোর্টের মামলাটির শুনানি না-ও হতে পারে। সেই সম্ভাবনার আঁচ করে হাইকোর্টে মামলার শুনানি পিছোনোর আরজি জানালেন শুভেন্দু।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.