নেতাই দিবসে যোগ দিতে গিয়ে পুলিশের ব্যারিকেডে আটকালেন শুভেন্দু অধিকারী

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগ দিতে পারলেন না এবারের নেতাইয়ের শহিদ স্মরণে। নেতাইয়ে ঢোকার কিছু আগেই ঝিটকার জঙ্গলের কাছে তাঁকে পুলিশ আটকায় রাজ্যের বিরোধী দলনেতাকে, এমনটাই অভিযোগ।

প্রতি বছর এই দিনটিতে অর্থাৎ ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে উপস্থিত থাকেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে এদিন নেতাই এর শহিদ-স্মরণে উপস্থিত থাকাটা শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল।

শুক্রবার নেতাই এর শহিদ বেদীতে শ্রদ্ধা জানানো এবং শহিদ পরিবারগুলির সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল বিরোধী দলনেতার। এই কর্মসূচি অনুযায়ী, দুপুর ৩টে নাগাদ নেতাই গ্রামের কাছে প্রায় পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

অভিযোগ, পুলিশকে কর্মসূচির কথা আগে থেকেই জানানো ছিল, কিন্তু তার পরেও রাজ্যের বিরোধী দলনেতাকে পুলিশ এভাবে আটকে দেওয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। শেষ পর্যন্ত এদিন নেতাই এর কর্মসূচিতে অংশ গ্রহণ না করেই ফিরে আসতে হয় রাজ্যের এই বিরোধী দলনেতাকে।

এদিন পুলিশের সঙ্গে বচসার সময় শুভেন্দুর মন্তব্য, ‘‘উচ্চ আদালতই আমায় নেতাই যাওয়ার অনুমতি দিয়েছে। আদালতই বলেছে, বাংলার যে কোনও জায়গায় যাওয়ার অধিকার রয়েছে রাজ্যের বিরোধী দলনেতার।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন