কলকাতা : আজ, শুক্রবার (১২ জানুয়ারি, ২০২৪) স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিন। রামকৃষ্ণ মঠ ও মিশনে দিনভর অনুষ্ঠান। প্রতি বছর ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালিত হয়। বিবেকানন্দের জন্মদিনটি দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়।
স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ খুব অল্প বয়সেই আধ্যাত্মিকতার পথ অবলম্বন করেছিলেন। আধ্যাত্মিক পথ অবলম্বন করার পর তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন।
স্বামী বিবেকানন্দের জন্মদিন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ এবং এর অনেক শাখা কেন্দ্রে পালিত হয়। এটি আধুনিক ভারতের স্থপতি স্বামী বিবেকানন্দের জন্মদিন স্মরণ করার জন্য উদযাপিত হয়।
উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ভক্ত সমাগম হয়েছে। গোটা দেশে বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।