প্রথম পাতা খবর ট্যাব-কাণ্ড: তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

ট্যাব-কাণ্ড: তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

268 views
A+A-
Reset

ট্যাব কেনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রাজ্য। স্কুল শিক্ষা দফতরের নির্দেশে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং অভিযুক্ত তিন শিক্ষককে শোকজ করেছে।

পুলিশি তদন্তে জানা গেছে, অভিযুক্ত তিন শিক্ষক— দুইজন পূর্ব বর্ধমানের এবং একজন মুর্শিদাবাদের— রাজ্যের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে নোডাল অফিসারের দায়িত্বে ছিলেন। অভিযোগ, তাঁরা ছাত্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বদলে অন্যদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছিলেন। এছাড়া, যাচাইয়ের সময় ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগও উঠেছে।

রাজ্য সরকার দ্বাদশ ও একাদশ শ্রেণির পড়ুয়াদের এককালীন ১০,০০০ টাকা করে ট্যাব কেনার জন্য দেয়। কিন্তু অভিযোগ উঠেছে, অনেক ছাত্র সেই টাকা পায়নি, বরং অন্যের অ্যাকাউন্টে চলে গেছে। টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই এটিএম থেকে তা তুলে নেওয়া হয়েছে। পুলিশি তদন্তে জানা গেছে, সাইবার ক্যাফে থেকে স্কুলের তথ্য হ্যাক করে ছাত্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাল্টে দেওয়া হয়েছিল।

এই ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে স্কুল শিক্ষক থেকে কৃষক, নানা পেশার লোকজন রয়েছেন। রাজ্য সরকার আশ্বাস দিয়েছে, ক্ষতিগ্রস্ত ছাত্রদের জন্য নতুন করে ট্যাব কেনার ব্যবস্থা করা হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.