প্রথম পাতা খবর বিশ্ববিখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হুসেন প্রয়াত

বিশ্ববিখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হুসেন প্রয়াত

259 views
A+A-
Reset

বিশ্ববিখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হুসেন রবিবার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে প্রয়াত হয়েছেন। দীর্ঘ দিন ধরে তিনি হৃদ্‌যন্ত্রের সমস্যা এবং রক্তচাপজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত দুই সপ্তাহ ধরে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করা জাকির হুসেন ভারতীয় সঙ্গীতজগতে এক অনন্য নাম। তাঁর পিতা উস্তাদ আল্লা রাখা তবলাবাদ্যে কিংবদন্তি ছিলেন এবং তিনিই ছোটবেলায় জাকিরের হাতে তবলা তুলে দেন। মাত্র তিন বছর বয়সে তবলার সঙ্গে জাকিরের যাত্রা শুরু এবং সাত বছর বয়স থেকে তিনি মঞ্চে একক পরিবেশনা শুরু করেন।

তাঁর সঙ্গীতজীবনজুড়ে জাকির হুসেন পন্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলি খান, জর্জ হ্যারিসনের মতো সঙ্গীতজ্ঞদের সঙ্গে কাজ করেছেন। ভারতীয় এবং আন্তর্জাতিক সঙ্গীতের জগতে তাঁর অবদান ছিল অসামান্য।

তাঁর কীর্তির মধ্যে ২০২৪ সালে তাঁর ব্যান্ড ‘শক্তি’র জন্য গ্র্যামি পুরস্কার জয় উল্লেখযোগ্য। তিনি ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন।

তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে সঙ্গীতজগৎ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হল।”

উস্তাদ জাকির হুসেন তাঁর সুরের মাধুর্য দিয়ে ভারতীয় সঙ্গীতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন। তাঁর অনুপস্থিতি গভীর শূন্যতা তৈরি করলেও তাঁর সুর চিরন্তন হয়ে থাকবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.