প্রথম পাতা খবর বিজেপির বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধে নামল তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’

বিজেপির বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধে নামল তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’

14 views
A+A-
Reset

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে আরও একবার ডিজিটাল ‘যুদ্ধ’-এর ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে ডিজিটাল প্রচারে এবার সরাসরি নেতৃত্বে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন নতুন কর্মসূচি— ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’।

এই কর্মসূচির মূল লক্ষ্য, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বক্তব্যকে ডিজিটাল মাধ্যমে শক্তিশালী করা এবং বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও গর্বকে দেশজুড়ে তুলে ধরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে একটি প্রায় তিন মিনিটের ভিডিও শেয়ার করে বলেন, “আমাদের প্রিয় বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং আত্মসম্মান নষ্ট করার চেষ্টা করছে বহিরাগত বাংলা-বিরোধী বাহিনী। তারা মিথ্যা ছড়াচ্ছে ডিজিটাল মাধ্যমে। এবার আমাদের পালা—আমরাও নামছি ডিজিটাল যুদ্ধে।”

অভিষেক আরও বলেন, “আমাদের উদ্দেশ্য একটাই — বাংলার সম্মান ও অধিকার রক্ষা করা। সেই জন্যই শুরু হচ্ছে ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচি, যেখানে নেতৃত্বে থাকবে তরুণ প্রজন্ম। বাংলার সত্য, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরা হবে দেশের প্রতিটি প্রান্তে।”

তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানান, “যারা বাংলাকে অপমানিত হতে দেখতে চান না, তাঁদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। ডিজিটাল যোদ্ধা হয়ে বাংলার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করুন।”

প্রসঙ্গত, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস প্রায় প্রতি বছরই কোনও না কোনও নয়া কর্মসূচি ঘোষণা করে থাকে। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের আগে অভিষেকের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তিনি নিজে রাজ্যের প্রায় সব জেলাতেই সফর করে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এবার তিনি ডিজিটাল মাধ্যমকেই বেছে নিলেন রাজনৈতিক প্রচারের অন্যতম অস্ত্র হিসেবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির ক্রমবর্ধমান সোশ্যাল মিডিয়া প্রভাবের মোকাবিলা করতেই তৃণমূল এবার ডিজিটাল প্ল্যাটফর্মে জোর দিচ্ছে। অভিষেকের এই নতুন উদ্যোগ তৃণমূলের তরুণ ও ডিজিটাল কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা আনবে বলেই মনে করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.