মালদহের কালিয়াচক ব্লকের চামাগ্রাম হাই স্কুলে শিক্ষকদের মারধরের ঘটনায় অভিযুক্ত ৯ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হল। উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি, অভিযুক্ত পরীক্ষার্থীদের স্কুল কামরিটোলা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ও চামাগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষককেও শোকজ করা হচ্ছে।
এই ঘটনায় যুক্ত আরও কেউ থাকলে তাদেরও পরীক্ষা বাতিল হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি, পরীক্ষার শেষ দিনে যদি পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর হয়, তাহলে সংশ্লিষ্ট স্কুলকে ক্ষতিপূরণ দিতে হবে।
উল্লেখ্য, নকল রুখতে যাওয়ায় মালদহের বৈষ্ণবনগরে পরীক্ষার্থীদের হাতে আক্রান্ত শিক্ষক-শিক্ষিকা। পরীক্ষার্থী ও বহিরাগতদের মারে হাত ভাঙল বিশেষ ভাবে সক্ষম এক শিক্ষিকার। পরীক্ষার্থীদের তল্লাশি চালানোর অভিযোগে ক্ষুব্ধ পড়ুয়ারা চামাগ্রাম হাই স্কুলের ছয়জন শিক্ষকের উপর হামলা চালায়। সেই সময় জেলা সফরে থাকা উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন, যা এবার বাস্তবায়িত হল।