প্রথম পাতা খবর ‘দাগি’ নন, এমন শিক্ষক আপাতত স্কুলে থাকতে পারবেন: বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

‘দাগি’ নন, এমন শিক্ষক আপাতত স্কুলে থাকতে পারবেন: বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

242 views
A+A-
Reset

নয়াদিল্লি: ২৬ হাজার চাকরি বাতিল মামলায় বড় রায় দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, ‘দাগি’ বা ‘অযোগ্য’ নন, এমন শিক্ষক-শিক্ষিকারা আপাতত স্কুলে যেতে পারবেন। তবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে আগামী ৩১ মে-র মধ্যে। একইসঙ্গে এ বছরের মধ্যেই সম্পূর্ণ করতে হবে নিয়োগপ্রক্রিয়া।

মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকরা যাঁরা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নন, তাঁরা আপাতত চাকরিতে বহাল থাকতে পারবেন। তবে নির্ধারিত সময়ে নতুন নিয়োগ সম্পূর্ণ না হলে, আদালতের এই নির্দেশ প্রত্যাহার করা হতে পারে।

প্রসঙ্গত, ৩ এপ্রিল আদালত এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছিল। যার ফলে প্রায় ২৫,৭০০ জনের চাকরি বাতিল হয়। অভিযুক্তদের পাশাপাশি চাকরি গিয়েছে অনেক ‘যোগ্য’ প্রার্থীরও। এই অবস্থায় শিক্ষার গুণগত মান ধরে রাখতে পর্ষদ আদালতে আর্জি জানায়, ‘দাগি’ নন এমনদের আপাতত রাখা হোক।

আদালতের পর্যবেক্ষণ, শিক্ষাব্যবস্থায় অচলাবস্থা রুখতে এই সিদ্ধান্ত। তবে গ্রুপ সি ও ডি কর্মীদের ক্ষেত্রে পুরনো নির্দেশই বহাল থাকবে।

পরবর্তী শুনানিতে নিয়োগের অগ্রগতি নিয়ে রিপোর্ট চাওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.