প্রথম পাতা খবর পাটুলিতে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি জখম কিশোর

পাটুলিতে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি জখম কিশোর

189 views
A+A-
Reset

কলকাতা: খাস কলকাতায় বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ! পাটুলিতে জখম কিশোর । পাটুলি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটে গেল এই বিস্ফোরণ।

পুলিশ সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত কিশোরকে। স্থানীয়দের দাবি, বল ভেবে বোমা নিয়ে খলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১১টা নাগাদ খেলার মাঠে বিস্ফোরণ হয়।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে পাটুলি থানার কিছুটা দূরে একটি মাঠে ক্রিকেট খেলছিল তিন কিশোর। খেলার সময় বল দূরে চলে গেলে, এক কিশোর ঝোপের পাশে সাদা কাগজে মোড়ানো একটি গোলাকার বস্তু তুলে নেয়। হঠাৎই সেটি বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের ধাক্কায় আহত কিশোরের মুখ-সহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায় এবং সে মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকে।

স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত কিশোরকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে কিশোরের। জানা গিয়েছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিস্ফোরণে আহত এক কিশোর আতঙ্কে স্থবির হয়ে যায়। স্থানীয় মহিলাদের বক্তব্য, “এমন ভয়ানক ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা আতঙ্কিত।”

ঘটনার পর পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। পুলিশ কুকুর এবং বম্ব স্কোয়াড দিয়ে মাঠে তল্লাশি চালানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.