কলকাতা: ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। কমেছে তাপমাত্রার পারদ। জ্যৈষ্ঠ মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
সোমবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৮.৫ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। বৃষ্টি হওয়ায় পারদ হয়েছে মহানগরীর। রবিবার সকালে সেখানে তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। অতি ভারী বৃষ্টির কারণে রবিবার রাতে তাপমাত্রা নেমে হয়েছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সন্ধ্যার বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
রবিবার রাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে। সোমবার সকাল থেকেও ঝোড়ো হাওয়া ছিল দক্ষিণের জেলাগুলিতে। ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়ে চলেছে।
মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে কোথাও আবহাওয়াজনিত সতর্কবার্তা দেওয়া হয়নি।