প্রথম পাতা খবর বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২

বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২

374 views
A+A-
Reset

বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থল মালদহের মাণিকচকের গোপালপুর। বিস্ফোরণে প্রাণ গেল দু’জনের। বিস্ফোরণে আহত হয়েছেন আরও দু’জন। তাঁদের মধ্যে একজন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি। প্রত্যেকের অবস্থা বেশ আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রের খবর, গতকাল রাতে দেড়টা থেকে আড়াইটার মধ্যে এই বিস্ফোরণ ঘটেছে। লোকালয় থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে আমবাগান এবং পাট ক্ষেতের রয়েছে। সেখানে রাতের অন্ধকারে তারা বোমা বাঁধছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ওঠেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে দুজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে বোমা বাঁধার দড়ি, বোমা তৈরি করার মসলা সহ আরও বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এই ঘটনার পরে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

আরও পড়ুন :

বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে এলেনই না প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে কার দিকে আম আদমি পার্টির সমর্থন

সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু

স্বেচ্ছায় সহবাস, সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণের অভিযোগ নয়, রায় দিল সুপ্রিম কোর্ট

শিয়ালদা পর্যন্ত চাকা গড়াতেই ইস্ট-ওয়েস্ট যাত্রী বাড়ল প্রায় ১০ গুণ, লক্ষ্মী লাভের আশা মেট্রোর

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.