রেল অ্যাটেনডেন্ট ও প্যান্ট্রি কার কর্মী সেজে চলন্ত ট্রেনে লুঠপাট। শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসে ভয়াবহ চুরির ঘটনা।
ঘটনায় প্রকাশ, পুজোর মুখে পুরী ঘুরতে যাচ্ছিলেন বারাসাতের ব্যবসায়ী। পুরী যাওয়ার জন্য বুধবার রাতে নিজের স্ত্রীকে নিয়ে পুরী দুরন্ত এক্সপ্রেসে ওঠেন শুভজিৎ আচার্য নামে ওই ব্যবসায়ী। উঠেছিলেন এ১ কামরায়। তাঁর অভিযোগ, রাত ২টোয় স্ত্রীর চিৎকারে ঘুম ভাঙে। দেখেন, দুই দুষ্কৃতী ব্যাগ ছিনতাই করে পালাচ্ছে। স্ত্রী বাধা দিলেও, তারা ব্যাগ নিয়ে চম্পট দেয়।
জানা গিয়েছে, মধ্যরাতে ট্রেন খড়গপুর স্টেশন ছাড়ার পর এবং ভুবনেশ্বর স্টেশনে ঢোকার আগে গতি একটু কমিয়ে দেয়। সেইসময় ট্রেনে নীল রঙের পোশাক পরা দুই দুষ্কৃতীকে দেখা যায়। পোশাক দেখে প্রথমে তাদের প্যান্ট্রি কারের কর্মী ভেবে গুরুত্ব দেননি দম্পতি। পরে তাদের মধ্যে একজন অভিজিৎবাবুর স্ত্রীর মাথার কাছে থাকা একটি ব্যাগ টেনে নিয়ে চম্পট দেয়। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় তারা।
গোটা ঘটনায় অভিযোগ জানানো হয়েছে পুরী স্টেশনের জিআরপির কাছে। চুরি যাওয়া ব্যাগ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে জিআরপি। অভিযোগ, বি১, বি৩, বি৪ কামরাতেও লুঠপাট চলেছে। রেল অ্যাটেনডেন্টরা দেখেও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বেশ কিছু যাত্রীর তরফে এমনটাই অভিযোগ জানানো হয়েছে জিআরপি-তে।
আরও পড়ুন: চতুর্থীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, পুজোর আনন্দ পণ্ড করার প্রস্তুতি নিচ্ছে বৃষ্টি!