প্রথম পাতা খবর প্রধানমন্ত্রী মোদীর বিমানে হামলার হুমকি, মুম্বই থেকে এক ব্যক্তি গ্রেফতার

প্রধানমন্ত্রী মোদীর বিমানে হামলার হুমকি, মুম্বই থেকে এক ব্যক্তি গ্রেফতার

257 views
A+A-
Reset

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান উড়িয়ে দেওয়ার হুমকি! মঙ্গলবার এমনই এক ফোন আসে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে। ফোনের ওপার থেকে জানানো হয়, বিদেশ সফরকালে প্রধানমন্ত্রীর বিমানে বোমা হামলার ছক কষেছে জঙ্গিরা।

খবর পাওয়ামাত্রই তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও বিষয়টি জানানো হয়। তদন্তে নেমে মুম্বইয়ের চেম্বুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, তিনিই কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের মানসিক অবস্থা স্থিতিশীল নয় এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার তিনি প্যারিসে এআই সম্মেলনে অংশ নেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর সঙ্গে বৈঠক করেন। বুধবার তিনি ফ্রান্সের মার্সেই শহরে যুদ্ধে শহিদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি আমেরিকায় পাড়ি দেবেন।

প্রধানমন্ত্রী মোদীর প্রাণনাশের হুমকি নতুন কিছু নয়। গত ডিসেম্বরেও মুম্বই ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে এমন হুমকি ফোন আসে এবং আইএস জঙ্গি হামলার আশঙ্কা করা হয়। তখনও দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এর আগেও মোদীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এখন পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.