প্রথম পাতা খবর করুণাময়ীতে টেট আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ

করুণাময়ীতে টেট আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ

306 views
A+A-
Reset

কলকাতা: সল্টলেক করুণাময়ী থেকে ২০১৪ সালের টেট আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ। করুণাময়ীর যে জায়গায় গত তিন দিন ধরে অনশন বিক্ষোভ চালাচ্ছিলেন আন্দোলনকারীরা, বৃহস্পতিবার গভীর রাতে সেই চত্বর হয়ে যায় একেবারে শুনশান।

চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ আগেই করা হয়েছিল বিধাননগর পুলিশের পক্ষে। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, অনুরোধে কাজ না হওয়ায় শেষমেশ হুঁশিয়ারিও দেওয়া হয়। কিন্তু তাতেও ওঠেননি আন্দোলনকারীরা। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের ‘জোর করে’ তুলে দিল পুলিশ।

চাকরির দাবিতে গত কয়েকদিন ধরে করুণাময়ীতে এপিসি ভবনের সামনে আমরণ অনশন শুরু করেছেন ২০১৪ সালের টেট প্রার্থীরা। ধরনায় বিরোধিতায় বৃহস্পতিবারও আদালতে যায় পর্ষদ। হাই কোর্টের তরফে বলা হয়, প্রাথমিক পর্ষদের সামনে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ১৪৪ ধারা মানতে হবে। প্রয়োজনীয় পুলিশ দিয়ে কর্মীদের পর্ষদের অফিসে ঢোকা-বেরনোর ব্যবস্থা করতে হবে। বিধাননগরের সিপিকে এমনই নির্দেশ দেন বিচারপতির। ৪ নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে। তারপরে রেগুলার বেঞ্চ এই মামলা শুনবে। অর্থাৎ অবিলম্বে সরে যেতে হবে আন্দোলনকারীদের।

হাই কোর্টে এই নির্দেশ দেওয়ার পরই বৃহস্পতিবার বিকেলে করুণাময়ীতে জমায়েত করে প্রচুর পুলিশ। প্রথমে মাইকিং করা হয়। আন্দোলনকারীদের জানানো হয়, তাঁরা যে স্থানে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে। তাঁদের রাস্তা ফাঁকা করে দেওয়ার অনুরোধ জানানো হয়। পাশাপাশি আদালতের নির্দেশ পালন করা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.