প্রথম পাতা খবর আরজি করে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় দোষ স্বীকার অভিযুক্তের

আরজি করে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় দোষ স্বীকার অভিযুক্তের

267 views
A+A-
Reset

কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন যুবক।

পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে রাত ১১টা নাগাদ অভিযুক্তকে প্রথম আরজি করে ঢুকতে দেখা যায়। তিনি ভিতরে গিয়ে কারও সঙ্গে কথা বলেন এবং পরে বেরিয়ে যান। হাসপাতালের বাইরে গিয়ে তিনি মদ খান বলে জানতে পেরেছে পুলিশ। মত্ত অবস্থায় ভোর ৪টে নাগাদ তাঁকে আবার হাসপাতালে ঢুকতে দেখা যায়। পুলিশের অনুমান তার পরেই মূল ঘটনাটি ঘটেছে। তরুণী চিকিৎসক সেসময় সেমিনার হলে ঘুমোচ্ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। সেই সময় তাঁকে আক্রমণ করা হয়।

প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, যুবকের মানসিক কোনও বিকৃতি থাকতে পারে। জেরার মুখে অপরাধের কথা স্বীকার করে নিয়েও তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর কোনও অনুতাপ নেই।

এ দিকে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে শনিবার জানান কলকাতার নগরপাল বিনীতকুমার গোয়েল। তিনি জানান, ধর্ষণ ও খুনের মামলা শুরু হয়েছে। কলকাতা পুলিশ এসআইটি (SIT) গঠন করে তদন্ত শুরু করেছে। তবে পরিবার অন্য কোনও এজেন্সি দিয়ে তদন্ত করাতে চাইলে তাতে কোনও আপত্তি নেই বলেও জানিয়েছেন সিপি।

তাঁর কথায়, “পরিবার চাইলে তারা অন্য কোনও এজেন্সি দিয়ে তদন্ত করাতে পারে। আমাদের তরফে কোনও আপত্তি নেই। দোষী সর্বোচ্চ অপরাধী।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়েছেন, তিনি এই ঘটনার অভিযুক্তের ফাঁসির শাস্তি চান। ফাস্টট্র্যাক আদালতে মামলাটি নিয়ে গিয়ে ফাঁসির আবেদন জানানোর নির্দেশ প্রশাসনকে দিয়েছেন তিনি। তবে একই সঙ্গে মমতা এ-ও জানান, মৃতের পরিবার বা আন্দোলনকারীদের কেউ যদি এই ঘটনায় অন্য কোনও এজেন্সির তদন্ত চান, পুলিশের তদন্তে তাঁদের আস্থা যদি না থাকে, তাতে রাজ্য সরকারের আপত্তি নেই। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.