প্রথম পাতা খবর রাজ্যের পূর্ত দফতরের কাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী, রাজ্যেই তৈরি হবে সাইকেল হাব

রাজ্যের পূর্ত দফতরের কাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী, রাজ্যেই তৈরি হবে সাইকেল হাব

213 views
A+A-
Reset

প্রশাসনিক বৈঠকে কর্মসংস্থানের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,সরকারি প্রকল্প সবুজ সাথীর সুফল পাচ্ছে আমজনতা। কিন্তু মুখ্যমন্ত্রীর আফসোস, আমরা এত সবুজ সাথীর সাইকেল দিই। অথচ রাজ্যে কোথাও সাইকেল তৈরির কারখানা নেই। একটা কারখানা ছিল সেটাও ধুঁকছিল। এবার সেই সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, “এবার খড়গপুরের শিল্পপার্কে তৈরি হবে সাইকেল হাব।” সেখানে প্রচুর কর্মসংস্থান বলেও আশা তাঁর। এদিনের প্রশাসনির বৈঠকে পাঁচজন শিল্পপতি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন খড়গপুরের শিল্পপার্কে জমি দেওয়া হচ্ছে সাইকেল হাবের জন্য।

পাশাপাশি বৈঠকে মুখ্যমন্ত্রীর নিশানায় পূর্ত দফতর। পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী পূর্ত দফতরের সমালোচনায় মুখর হলেন। পিডব্লুডি-র এত খাই কেন, এত চাহিদা কেন, কাজ করাতে এত খরচ হচ্ছে কেন।

এদিন প্রশাসনিক বৈঠক চলাকালীন তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘‌৬ কোটির মধ্যেই সব কাজ হতে হবে। এত খাই কেন?‌ পিডব্লুডি–কে দিয়ে সব কাজ করানোর দরকার নেই। এইচআরবিসি’‌র ইঞ্জিনিয়াররা বসে আছেন। তাঁদের দিয়ে কাজ করান। পিডব্লুডি–কে দিয়ে সব কাজ করানোর কোনও দরকার নেই। ওদের এত খাই! পিডব্লুডি কেন কিছু করতে চায় না?‌’

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর সফরে যান মুখ্যমন্ত্রী। জেলা জেলায় সফরের প্রথমেই পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করেন মমতা। গড়বেতায় বেশ কিছু সরকারি প্রকল্পের অনুমোদন হলেও কাজ শেষ হয়নি কেন জানতে চান মুখ্যমন্ত্রী। গড়বেতায় বীরসিংহ গেট তৈরির কাজ কেন হয়নি তা নিয়ে জানতে চাইলে আধিকারিকরা বলেন, পূর্ত দফতরে আটকে রয়েছে। পূর্ত দফতরের আধিকারিক মুখ্যমন্ত্রীকে বলেন, দুটি গেট-কমিউনিটি হল-সহ অন্যান্য কাজের জন্য ৩০-৪০ কোটি টাকা লাগবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.