প্রথম পাতা খবর পেট্রোল-ডিজেল দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

পেট্রোল-ডিজেল দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

470 views
A+A-
Reset

ডেস্ক: পেট্রোল-ডিজেল দাম এক ধাক্কাতে অনেকটাই কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরপরেই একাধিক বিজেপি শাসিত রাজ্য দাম কমিয়েছে। ফলে সেই সমস্ত রাজ্যে একধাক্কাতে অনেকটাই কমেছে দাম। এই বিষয়ে এখনও কোনও কিছু সিদ্ধান্তের কথা জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। পেট্রোল ডিজেলের দাম নিয়ে কেন্দ্রকে নিশানা করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


পেট্রোল, ডিজেলের দাম কমানোর দাবি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে আন্দোলনে নেমেছে বিজেপি (BJP)।  কেন্দ্র পেট্রোপণ্য়ের মূল্য হ্রাসে উদ্যোগ নেওয়ার পর রাজ্য কেন তাদের তরফে ট্যাক্স কমাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা। আর সোমবার বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার বিতরণীর সভা থেকে এ নিয়ে পাল্টা নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘এক টাকা করে দিই প্রতি লিটারে কনসেশন।’ আর তার পর কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার মতো জনমুখী প্রকল্পের সুবিধা আর কোথাও নেই।


মমতা বলেন, আমাদের যত স্কিম আছে সারা পৃথিবীতে কোথাও আছে দেখাতে পারবেন? এক নম্বর সামাজিক সংস্কারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিন্তা করেছিলেন, রাজা রামমোহন রায় চিন্তা করেছিলেন। রবীন্দ্র নজরুল থেকে শুরু করে অনেকেই চিন্তা করেছিলেন। কিন্তু সেগুলোকে পুরো কার্যকর করেছে , ইমপ্লিমেনটেশন আমাদের সরকার করেছে। এর জন্য আমরা গর্বিত।” তিনি যোগ করেন, ‘যেখানে সংস্কার নেই, সমাজ থাকবে কী করে!’
বাংলার শিল্প পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, “১০০ একর জমি হিডকো দিয়েছে সেটা ভর্তি হয়ে গিয়েছে। আরও ১০০ একর জমি দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এত পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে… কৃষকরা চাষ করবে কীভাবে!

আরও পড়ুন: পেট্রোল, ডিজেলের উপরে ভ্যাট কমানোর দাবিতে বিজেপি-র মিছিল, মমতার বিরুদ্ধে সরব শুভেন্দু

পেট্রোল-ডিজেলের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, প্রত্যেকদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। মূল্যবৃদ্ধি হচ্ছে। এরপর মানুষ কি খাবে। শুধু তাই নয়, এভাবে ডিজেলের দাম বাড়তে থাকলে অন্যান্য সমস্ত জিনিসের দাম তো বাড়বেই বলে দাবি তাঁর। শুধু পেট্রোল-ডিজেল নয়, গ্যাসের দাম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর দাবি, পেট্রোল-ডিজেল এবং গ্যাস থেকে ৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র।


সোমবার মমতা বলেন, ‘তারপর চার লাখ কোটি টাকা তুলেছে শুধুমাত্র গ্যাস, পেট্রল এবং ডিজেল থেকে। আজকে ডিজেল না থাকলে জিনিসপত্রের দাম তো বাড়বেই। কৃষকরা চাষ করবেন কোথা থেকে? ডিজেল দিয়ে তো চাষ করবেন। নিজেদের রাজ্যে ক্ষমতায় আছে। আর হাজার-হাজার কোটি টাকা দিচ্ছে আমাদের তো দেয় না। আমাদের টিকাই দেয় না। তো টাকা দেবে। বড়-বড় ফটফট করে।


সমস্ত কিছুকে বেসরকারি করন করা হচ্ছে। এই বিষয়ে বলতে গিয়ে মমতা বলেন, সেল, কল সহ একাধিক সরকারি সংস্থাকে বেসরকারিকরন করা হচ্ছে। বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু আর্থিক কষ্টের মধ্যেও ডিজেলের এক টাকা ছাড় দেওয়া হয় বলে এদিনের অনুষ্ঠানে দাবি করেন মমতা। বলেন, আমরা কোথা থেকে পাব। কার্যত এদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে স্পষ্ট যে এখনই রাজ্যে পেট্রোল-ডিজেলের উপর থেকে কোনও কর কমছে না। ফলে দাম কমার কোনও সম্ভাবনা নেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.