মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থর নাম না করেই বললেন, ‘একজনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলাম। আমাদের দল খুব কঠোর দল। অনেক কষ্ট করে রাজনীতিটা করি।’ মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল। এবার দলের মহাসচিব পদ থেকে সরানো সময়ের অপেক্ষা। তবে গোটা মন্ত্রিসভা রদবদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মন্ত্রিসভা রদবদলের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পার্থদার কাছে যে যে দফতরগুলি ছিল, সেগুলি আপাতত আমার কাছে আসছে। হয়ত কিছুই করব না, কিন্তু যতক্ষণ না নতুন করে মন্ত্রিসভা গঠন করছি ততক্ষণ পার্থদাকে রেহাই দিয়েছি। এই দফতরগুলি আমার কাছে এসেছে।’
তিনি বলেন, “পার্থকে অব্যাহতি দিয়েছি। আমার দল কঠোর ব্যবস্থা নেয়। এর নেপথ্যে অনেক পরিকল্পনা আছে। কিন্তু আমি বিস্তারিত বলতে চাই না।”
আরও পড়ুন :
এসএসসি আন্দোলনকারী নেতার সঙ্গে কথা অভিষেকের
অবশেষে কড়া পদক্ষেপ মমতার, তিন মন্ত্রী পদ থেকেই অপসারিত পার্থ চট্টোপাধ্যায়
ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে ১১৯ রানে ম্যাচ জয় ভারতের
২০২৪-এ বিজেপি আসবে না, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রীর
নতুন চিন্তা-ভাবনা আনতে চাই’, কোচের দায়িত্ব নিয়ে জানালেন লক্ষ্মী