প্রথম পাতা খবর ‘কমিশন অবশ্যই প্রভাবিত হয়েছে আমরা জানতে চাইব কেন এটা হয়েছে’ উপনির্বাচনের দিন ঘোষণার পর মন্তব্য দিলীপ ঘোষের

‘কমিশন অবশ্যই প্রভাবিত হয়েছে আমরা জানতে চাইব কেন এটা হয়েছে’ উপনির্বাচনের দিন ঘোষণার পর মন্তব্য দিলীপ ঘোষের

306 views
A+A-
Reset

ডেস্ক: ‘হঠাৎ ভবানীপুরেই কেন? তাহলে বাকি কেন্দ্রে কেন নয়?’ ভবানীপুরের উপ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার এমনটাই বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপ-নির্বাচন নিয়ে ধোপে টেকেনি বিজেপির আপত্তি। দ্রুত নির্বাচন চেয়ে একাধিকবার কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল (TMC)। শনিবার নির্বাচন কমিশন উপনির্বাচন এবং নির্বাচনের দিন ঘোষণা করায় ঘাসফুল শিবিরে খুশির হাওয়া।


শনিবার সিউড়িতে দিলীপ বলেন, ‘উপ-নির্বাচন হোক। আমরা না বলিনি। আমরা বলেছিলাম, পরিস্থিতি অনুকূল নয়। আমরা বলেছিলাম, যখন নির্বাচন হবে, তখনই আমরা লড়াই করব। আমরা আগে পুরসভা নির্বাচন চাইছিলাম। রাজ্য নির্বাচন কমিশনঘোষণা করুক। যেটা ঘোষণা হয়েছে, সেটা মেনে ভোট হবে।’


কমিশনের এই ঘোষণার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমরা চিন্তায় আছি। হঠাৎ ভবানীপুরেই কেন ভোট হবে? তাহলে বাকি কেন্দ্রে কেন নয়?’ মুখ্যমন্ত্রী বিধায়ক না হতে পারলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘সরকার চলছে, তাহলে সাংবিধানিক সংকট কেন তৈরি হবে? কী উদ্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হল? এখনও জীবনযাত্রা স্বাভাবিক হয়নি। যানবাহন ঠিক মতো চলছে না। তাই এই সিদ্ধান্ত নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি।’ তিনি এ দিন জোর দিয়ে বলেন, ‘কমিশন অবশ্যই প্রভাবিত হয়েছে আমরা্ জানতে চাইব কেন এটা হয়েছে।’

আরও পড়ুন: রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন


কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল (TMC)। দলের সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন, “আমরা বারবারই বলছিলাম কোভিডের প্রভাব এখানে কম। এখন ভোট করিয়ে নেওয়া উচিত। অবশেষে যে ঘোষণা হয়েছে, আমি খুব আনন্দিত। এতে গণতান্ত্রিক পরিস্থিতি এগিয়ে যাবে। আমি মুখ্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই।” 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.