প্রথম পাতা খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই চায় না কংগ্রেস, সিদ্ধান্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্বের

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই চায় না কংগ্রেস, সিদ্ধান্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্বের

252 views
A+A-
Reset

ডেস্ক: উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে রাজি নয় কংগ্রেস। প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস প্রধান অধীর চৌধুরী। অধীর চৌধুরী প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার পক্ষে ছিলেন না। তবে কংগ্রেসের এই সিদ্ধান্তে অখুশি বামেরা।

এআইসিসি খারিজ করে দিল প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত ২৪ ঘণ্টা আগে সিপিএমের তথা বামেদের সঙ্গে জোট-ধর্ম বজায় রেখে ভবানীপুরে নির্বাচনী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিল কংগ্রেস। কংগ্রেসের সিংহভাগ প্রদেশ কমিটির সদস্যদের মতকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এআইসিসি খারিজ করে দিল প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত।

আরও পড়ুন: পুজো কমিটিকে ৫০,০০০ টাকা অনুদান, মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ বিজেপি


বিজেপির সুবিধা করে দিতে চায় না কংগ্রেস মঙ্গলবার মুর্শিদাবাদে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানিয়ে দিলেন, কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশে ভবানীপুরে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়া থেকে বিরত থাকছেন তাঁরা।  আজ অধীর চৌধুরী বলেন, এরকম পরিস্থিতিতে প্রদেশ সভাপতি হিসেবে আমার মনে হয়েছিল কংগ্রেস নেতাদের ওইসব মত দিল্লিতে পাঠানো। আমার উদ্দেশ্য ছিল শীর্ষ নেতৃত্বই এনিয়ে সিদ্ধান্ত নিক। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উপনির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস। 


এনিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগেও এই কেন্দ্র লড়াই করেছেন। এবারও লড়বেন। এবং জিতবেন। এনিয়ে আমাদের মধ্যে কোনও সংশয় নেই। এর মধ্যে কংগ্রেস ঘোষণা করেছেন ভবানীপুরে কংগ্রেসের কোনও প্রার্থী থাকবে না। কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.