প্রথম পাতা খবর মৃতের সংখ্যা ফের চার হাজার, দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০ দিনে সর্বনিম্ন

মৃতের সংখ্যা ফের চার হাজার, দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০ দিনে সর্বনিম্ন

320 views
A+A-
Reset

ডেস্ক: দেশে ক্রমশ কমছে আক্রান্ত ও সক্রিয় রোগীর সংখ্যা। ৭০ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা সবথেকে কম। গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা এদিন প্রায় ৭ হাজার কমে গিয়েছে। তবে দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের চারহাজারের ওপর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ৪ হাজার ২।  

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। শুক্রবারের রিপোর্টে আক্রান্তের সংখ্যা ছিল ৯১ হাজার ৭০২ জন। এই নিয়ে পরপর দুদিন কমল আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুন: মুকুলের প্রত্যাবর্তন, ঘরের ছেলে ঘরে ফিরল, বললেন মমতা

শুক্রবারের তুলনায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। শুক্রবারের হিসাব বলছে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছিল। আর শনিবারের রিপোর্ট পাওয়ার পর দেখা গিয়েছে ফের বৃদ্ধি পেয়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। এদিন দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ২ জনের। 


অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ লক্ষ ১১ হাজার ৩৮৪ জন।  মোট ২৪ কোটি ৯৬ লক্ষ ৩০৪ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.