প্রথম পাতা খবর বন্দি করতে গিয়ে বাঘের হামলার শিকার বনকর্মী, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

বন্দি করতে গিয়ে বাঘের হামলার শিকার বনকর্মী, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

252 views
A+A-
Reset

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রামে ফের বাঘের আতঙ্ক। বাঘ ধরতে গিয়ে ভয়ংকর পরিস্থিতির মুখে পড়লেন বনকর্মীরা। বাঘটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে টাইগার টিমের সদস্য গণেশ শ্যামলের ঘাড় কামড়ে ধরে রয়্যাল বেঙ্গল টাইগার। সহকর্মীদের প্রচেষ্টায় প্রাণে রক্ষা পেলেও তিনি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে স্থানীয় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার রাত থেকেই এলাকায় বাঘের আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে বন দফতরের রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট অফিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি, মৈপীঠ উপকূল থানাতেও জানানো হয়। গ্রামে যাতে বাঘ ঢুকতে না পারে, সে জন্য নগেনাবাদ ৯ নম্বর মুলার জেটি ঘাটের কাছে নাইলনের জাল লাগানো হয়। তবে সকালে জানা যায়, বাঘটি সেই জালের কাছেই অবস্থান করছে। এরপরই বাঘটিকে বন্দি করার পরিকল্পনা নেওয়া হয়।

স্থানীয় টাইগার টিমের সদস্যরা বাঘ ধরতে গেলে আচমকা গণেশ শ্যামলের উপর হামলা চালায় বাঘটি। কামড়ে ধরে তাঁর ঘাড়। সহকর্মীরা লাঠি দিয়ে আঘাত করলে বাঘটি তাঁকে ছেড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে রাজকুমার সাঁপুই নামে এক যুবক জেটি ঘাটের কাছে বসে থাকার সময় শ্মশানঘাটের কাছে একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখেন। গ্রামে ফিরে বিষয়টি জানাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে জঙ্গলের দিকে গেলে সেখানে বাঘের পায়ের ছাপ দেখতে পান। এরপরই বন দফতরকে খবর দেওয়া হয়।

বর্তমানে বন দফতর ও স্থানীয় প্রশাসন বাঘটিকে নজরে রাখছে এবং গ্রামবাসীদের সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.