187
নয়াদিল্লি: এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে আজ গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলাটি ওঠার কথা।
এর আগে মামলায় যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পক্ষ, রাজ্য সরকার, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীরা সওয়াল করেছেন। গত শুনানিতে মূল মামলাকারীদের বক্তব্য শোনা হয়েছে। আজ প্রধান বিচারপতির বেঞ্চ ওই পক্ষের সম্পূর্ণ বক্তব্য শোনার সম্ভাবনা রয়েছে।
এই মামলায় দুর্নীতির তদন্ত করেছে সিবিআই, তবে তারা এখনও সুপ্রিম কোর্টে সওয়াল করেনি। আজ সিবিআইয়ের আইনজীবীর বক্তব্যও আদালতে পেশ করা হতে পারে বলে সূত্রের খবর।