প্রথম পাতা খবর স্কুল খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল হাইকোর্ট

স্কুল খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল হাইকোর্ট

277 views
A+A-
Reset

ডেস্ক:  স্কুল খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল হাইকোর্ট। মামলা খারিজের প্রেক্ষিতে আদালতের তরফে জানানো হয়েছে, আবেদনের প্রেক্ষিতে কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। তাই মামলা খারিজ করা হয়েছে। ফলে ১৬ নভেম্বর থেকে স্কুল খোলায় আর কোনও বাধা রইল না। ২৯ অক্টোবর যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা বহাল রাখল আদালত।


রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল সাড়ে ন’টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নবম ও একাদশ শ্রেণি, দশম ও দ্বাদশ শ্রেণিকে ১০.৩০ থেকে বিকেল ৪ টে পর্যন্ত করোনা বিধি মেনে প্রতিদিন স্কুল করতে হবে। অথচ মামলাকারীর বক্তব্য, এমন অনেক পড়ুয়াই আছে, যাদের ভ্যাকসিন ডোজ় সম্পূর্ণ হয়নি। এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়বে। অতিরিক্ত সময় স্কুল থাকার ক্ষেত্রেও একই সমস্যা দেখা দেবে।


মামলাকারী আইনজীবী বললেন, “আমাদের তরফ থেকে বক্তব্য ছিল, অনেক অভিভাবকই স্কুল খোলার বিষয়ে সদিচ্ছা প্রকাশ করছেন না। কারণ তাঁদের অনেকেরই সন্তানের ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়নি। টিচিং ও নন টিচিং স্টাফ এরকম অনেকেই রয়েছেন, যাঁরা সাড়ে ৯টার মধ্যে স্কুলে পৌঁছতে পারবেন না। এই জায়গাটা আদালত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। রাজ্যের তরফ থেকে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে, যদি কোনও ছাত্রছাত্রী কিংবা স্টাফের অসুবিধা হয়, সমস্যায় পড়তে হয়, তাঁদের দিকটা সহানুভূতির সঙ্গে দেখা হবে।”

আরও পড়ুন: বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শ্রাবন্তী , টুইটে জানালেন দল ছাড়ার কথা


স্কুল খোলা নিয়ে মামলাকারীর বক্তব্যে সন্তুষ্ট নয় হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলাকারীকে জানায়, অবিভাবকদের সমস্যা হলে তাঁরা আদালতে এসে সমস্যার কথা বলবেন। বৃহস্পতিবারের শুনানিতে মামলাকারীকে বিচারপতি বলেন, “স্কুল কতক্ষন খোলা থাকবে সেটা কি আপনার দেখার বিষয়? আপনার বাচ্চা কি স্কুলে যায়? একটা ব্যক্তিগত কারণ হতে পারে না। আপনার বাচ্চা যে সে’ই ক্লাসে পড়ে না। অভিভকদের বলার থাকলে কোর্টে এসে বলুক। আমরা দেখব”।


অর্থাত্, ১৬ নভেম্বর থেকে খুলবে স্কুলের দরজা। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাবে। এরপর ধাপে ধাপে বাকিদেরও ক্লাস চালু হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই রাজ্যের শিক্ষা দফতর জেলাগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে কী ভাবে স্কুল খুলতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.