প্রথম পাতা খবর সারদা-কাণ্ডে টাকা ফেরতে এক সদস্যের কমিটি তৈরির ভাবনা হাইকোর্টের

সারদা-কাণ্ডে টাকা ফেরতে এক সদস্যের কমিটি তৈরির ভাবনা হাইকোর্টের

262 views
A+A-
Reset

ডেস্ক: সারদা-মামলায় নয়া মোড়!  ছ’বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনও ক্ষতিপূরনে টাকা পাননি সারদায় ক্ষতিগ্রস্থ আমানতকারীরা। এই সংক্রান্ত বছরখানেক আগে একাধিক মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।সারদার আমানতকারীদের টাকা ফেরাতে এক সদস্যের কমিটি গড়ার ভাবনা। কমিটি গঠনের ভাবনা কলকাতা হাইকোর্টের।

সূত্রের খবর, কবে, কীভাবে, কার নেতৃত্বে কমিটি, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি হাইকোর্ট। শ্যামল সেন কমিশনের দাখিল করা রিপোর্ট কেন পড়ে রেজিস্ট্রার জেনারেলের কাছে?প্রশ্ন তুললেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।আমানতকারীরা যাতে দ্রুত টাকা ফেরত পান সে কারণে এই কমিটি তৈরির কথা এদিন শুনানিতে জানায় আদালত। আগামী ২৯ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। সেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

অন্যদিকে সারদা মামলায় রাজ্যের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। কেন এখনও শ্যামল সেনের টাকা আমানতকারীরা পেলেন না সে বিষয়ে এদিন প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, সারদা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরে শ্যামল সেনের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়।

আরও পড়ুন: অভিষেকের অফিসে প্রণব পুত্র, ফের দলবদল-জল্পনা


১৩৮ কোটি টাকার এই ফান্ড তৈরি হয়। কিন্তু সেই টাকা আমানতকারীদের দেওয়া হয়নি। কেন তা দেওয়া হল না তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্ট। এছাড়াও গত কয়েকমাসে সিবিআই সারদার একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সেখান থেকে পাওয়া টাকা সিবিআইয়ের অ্যাকাউন্টে রাখা আছে। দুটি অ্যাকাউন্টের টাকা এক সদস্যের কমিটি তৈরি করে ফেরত দেওয়া যায় কিনা সে বিষয়ে ভাবনা চিন্তা কলকাতা হাইকোর্টের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.