প্রথম পাতা খবর সঞ্জয় রায়ের মুক্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হবেন আইনজীবী

সঞ্জয় রায়ের মুক্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হবেন আইনজীবী

363 views
A+A-
Reset

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডে নিম্ন আদালতে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় রায়ের মুক্তির দাবিতে হাইকোর্টে যাওয়ার যাওয়ার কথা জানালেন তাঁর আইনজীবী সেঁজুতি চক্রবর্তী। সোমবার নিম্ন আদালতের রায়ের পর তিনি জানান, যে কোনও অভিযুক্তের উচ্চ আদালতে আবেদন করার অধিকার রয়েছে এবং সেই অধিকার থেকেই তাঁরা এবার উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।

সেঁজুতি চক্রবর্তী বলেন, ‘‘আমরা সঞ্জয়কে নির্যাতিত মনে করছি। তাঁকে খালাস করানোর জন্যই হাইকোর্টে যাব।’’ তিনি জানান, এই আবেদনের পরিকল্পনা করতে কিছুটা সময় লাগবে, তবে তাঁরা নিশ্চিতভাবে এই মামলা নিয়ে উচ্চ আদালতে লড়াই করবেন।

সঞ্জয়ের পক্ষের সওয়ালে তাঁর আইনজীবীরা নিম্ন আদালতে যুক্তি দিয়েছিলেন, মৃত্যুদণ্ড শুধুমাত্র তখনই দেওয়া হয় যখন সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় এবং ব্যক্তির সমাজে ফিরে আসার কোনও সম্ভাবনা থাকে না। সেঁজুতি দাবি করেছেন, সঞ্জয়ের ক্ষেত্রে এখনও এমন কিছু প্রমাণিত হয়নি যা থেকে বলা যায়, তিনি সংশোধনের ঊর্ধ্বে।

তিনি আরও বলেন, ‘‘বিরলের মধ্যে বিরলতম ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু এই মামলায় এখনও কিছু সংশয় রয়েছে, যা আমরা হাইকোর্টে তুলে ধরব।’’ পাশাপাশি, সুপ্রিম কোর্টের একাধিক পর্যবেক্ষণের কথা উল্লেখ করে তিনি জানান, কারাগার শুধুমাত্র শাস্তির জায়গা নয়, সংশোধনেরও সুযোগ দেয়। সেই সুযোগ সঞ্জয় রায়েরও পাওয়া উচিত বলে মনে করছেন তাঁর আইনজীবীরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.