ডেস্ক: আগামী দু’দিনও হালকা বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। তার থেকেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তবে কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এর মধ্যেই ধীরে ধীরে শীতের প্রবেশও শুরু হচ্ছে। চলতি মাসের শেষভাগ বা নভেম্বরের দোরগোড়া থেকেই উত্তুরে হাওয়া বইতে শুরু করবে বলে জানানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে, ভোর ও রাতের দিকে অনুভূত হচ্ছে হালকা শিরশিরানী।
সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা থাকবে আকাশ। কলকাতা (Kolkata), হাওড়া এবং ঝাড়গ্রামে বিকেলের দিকে হতে পারে হালকা বৃষ্টি। দার্জিলিং, কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ ও দুই দিনাজপুরে শুষ্ক থাকবে আবহাওয়া।
আরও পড়ুন : রাজ্যে নতুন করে আক্রান্ত ৮০৫, করোনা সংক্রমণের হার বাড়ল অনেকটাই
পশ্চিমের জেলাগুলিতে অনুভূত হবে শীতের আমেজ।বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আপাতত দিন কিংবা রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। তবে কোনও কোনও জায়গায় বেশি কুয়াশা দেখা দিতে পারে।