প্রথম পাতা খবর ধর্মঘটের নামে অশান্তি পাকানোর চেষ্টা করলে করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের

ধর্মঘটের নামে অশান্তি পাকানোর চেষ্টা করলে করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের

221 views
A+A-
Reset

পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। ছবি: রাজীব বসু

কলকাতা: মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানে ‘পুলিশি সন্ত্রাস’-এর অভিযোগ তুলে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। অন্য দিকে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার সব কিছুই স্বাভাবিক সচল থাকবে।

আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকে নবান্ন অভিযান ছিল মঙ্গলবার। পুলিশি অনুমতি ছিল না সেই অভিযানের। আন্দোলনকারীদের আটকাতে কলকাতা এবং হাওড়ার জায়গায় জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়েছিল। কিন্তু অভিযান শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারীদের।

বিভিন্ন জায়গায় দেখা যায়, পুলিশের দিকে উড়ে আসে ইট-পাটকেল, বোতল ইত্যাদি। পাল্টা জলকামান ছোড়ে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। কয়েকটি জায়গায় লাঠিচার্জও করতে হয়েছে পুলিশকে। নবান্ন অভিযানে ২২০ জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

আন্দোলনের নামে নবান্ন অভিযানে তাণ্ডবের অভিযোগ পুলিশের। এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা বলেন, “যারা চক্রান্ত করেছে, দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ ফাঁদে পা দেননি। আমি তাঁদের ধন্যবাদ জানাই।” বুধবার ধর্মঘটের নামে যারা অশান্তি পাকানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এডিজি আইনশৃঙ্খলার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.