প্রথম পাতা খবর রাজ্যপালের বদলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য এবার মুখ্যমন্ত্রী

রাজ্যপালের বদলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য এবার মুখ্যমন্ত্রী

396 views
A+A-
Reset

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে রাজ্যপাল নন, বসানো হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জেনে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘কলঙ্কের এটুকুই বা আর বাকি থাকে কেন?’

নবান্নে ব্রাত্য বসু বলেন, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা এবার বিধানসভায় যাবে। সিদ্ধান্ত পাস করানোর জন্য পাঠানো হবে বিধানসভায়। বিধানসভায় পাস হওয়ার পর, তারপর তা আইন হিসেবে গৃহীত হবে। প্রসঙ্গত, ওয়াকিবহলের মতে, আচার্যের পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী, এটা সম্পূর্ণটাই রাজনৈতিক সিদ্ধান্ত।

বিষয়টি অতটা সহজ নয়। রাজ্যপালকে সরাতে বিধানসভায় বিল পাশ করিয়ে সেই বিল পাঠাতে হবে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছেই। আর তাতে রাজ্যপাল সই না করলে অর্ডিনান্স জারি করতে হবে সরকারকে। কিন্তু ২ দফার বেশি জারি করা যাবে না একই অর্ডিন্যান্স।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.