ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষি বিল প্রত্যাহারের ঘোষণা ঐতিহাসিক জয় হিসাবেই দেখছেন বিরোধীরা। প্রত্যাহারের ঘোষণা (Farm Laws Repealed) করার পর এ ভাবেই কেন্দ্রকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ অন্যায়ের বিরুদ্ধে এই জয়ের জন্য কৃষকদের অভিনন্দনও জানিয়েছেন তিনি৷
এদিন রাহুল গান্ধী পুরনো টুইট ফের শেয়ার করে লেখেন, ”অন্নদাতাদের সত্যাগ্রহ অহংকারকে (কেন্দ্রীয় সরকার) হারিয়ে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে এই জয়কে স্বাগত। জয় হিন্দ, জয় কিষাণ।”
রাহুলের বার্তাই রিটুইট করেন প্রিয়াঙ্কা গান্ধী। তারপর সংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর মুখে শোনা যায় মোদী সরকারের সমালোচনার কথা। তিনি বলেন মোদী সরকার রং বদলায়। এক বছর আগে তাঁরাই এই কালা কানুন প্রণয়ন করেছিলেন। তারপর কৃষকদের মরণপণ সংগ্রাম দেখেছে দেশ। তাঁদের আন্দোলনের জয় হয়েছে। বহু কৃষকের প্রাণের বিনিময়ে এই জয় এসেছে। তারপর বিলম্বে বোধোদয় হয়েছে মোদী সরকারের। আর এই বোধোদয়ের পিছনে পাঞ্জাব ও উত্তরপ্রদেশে ভোটের সমীকরণও রয়েছে।
আরও পড়ুন: আন্দোলন এখনই থামবে না: রাকেশ টিকাইত
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেন, প্রতিদিন রং বদলায় মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহঙ্কারের হার হল কৃষি আইন প্রত্যাহারে। জয় হল কৃষকদের। এই আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়ায়নি মোদী সরকার। এখন ভোট আসছে দেখেই কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত। তা আজ সবাই দেখতে পাচ্ছে।