314
আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। প্রথম দিনের অধিবেশনে প্রয়াত গায়ক প্রতুল বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। এরপর দফতরওয়াড়ি আলোচনা শুরু হবে, যা টানা চার দিন চলবে।
শুক্রবার দোল উৎসবের জন্য অধিবেশন বন্ধ থাকবে। শনি ও রবিবারও অধিবেশন বসবে না। সোমবার থেকে আবার অধিবেশন শুরু হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এবারের অধিবেশনে ছ-সাতটি দফতর নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সূত্রের খবর, আলোচনা হবে শিক্ষা দফতর (প্রাথমিক, মাধ্যমিক উচ্চ শিক্ষা), স্বাস্থ্য দফতর, বিদ্যুৎ দফতর, শ্রম দফতর, পঞ্চায়েত দফতর, পুর ও নগর উন্নয়ন দফতর নিয়ে। শেষ পর্যন্ত সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হয় এখন সেটাই দেখার।