প্রথম পাতা খবর আজই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথ চলা শুরু হবে

আজই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথ চলা শুরু হবে

343 views
A+A-
Reset

আজই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথ চলা শুরু হবে। বহু প্রতীক্ষিত এই রুটের উদ্বোধন হবে আজ। শিয়ালদহ থেকে মেট্রো ছুটবে সেক্টর ফাইভের দিকে। সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিত্য যাত্রীরা। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। যাত্রীদের জন্য পরিষেবা চালু হবে আগামী ১৪ জুলাই থেকে।

মেট্রো রেলের উদ্বোধন নিয়ে জোর তরজা চলছে। কেন্দ্রীয় প্রকল্প হলেও রাজ্যে অনুষ্ঠান কেন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি তাই নিয়ে সুর চড়িয়েছিল শাসক দল। এই নিয়ে ময়দানে নামে বিজেপিও। শেষ বিতর্কের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রীক আমন্ত্রণ জানিয়েছেন। সেই সঙ্গে আমন্ত্রণ জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং পরেশ পালকেও আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠান। থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও।

শিয়ালদহ মেট্রো চালু হওয়ার জন্য ইস্ট ওয়েস্ট মেট্রোয় পরিবর্তন হতে চলেছে সময়সূচি। আগে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মেট্রো চলাচল করত। সময়সীমা পরিবর্তন হয়ে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মেট্রো চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন :

চরম অসৌজন্যতা কেন্দ্রের, উদ্বোধনের একদিন আগে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

তৃণমূলে দায়িত্ব আরও বাড়ল বাবুল সুপ্রিয়র

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.